Text Breking Problems.
n
nazim96
ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ
সমস্ত প্রশংসা মহান আল্ল-হর জন্য। আমি আপনাদের অ্যাপের একজন ইউজার। আপনাদের হিসনুল মুসলিম এর বর্তমানে যে লেটেস্ট ভার্সন প্লে স্টোরে বিদ্যমান সেটি আমার মোবাইলে ব্যাবহার করলে টেক্সট ভেঙে যায়।
বিষয়টি অনেক দুঃখজনক। এতে আরবি অক্ষর ভেঙে যায়।
সম্প্রতি আপডেটে ভেঙে যাওয়া রোধ এর কথা উল্লেখ থাকলেও Android 15 এ আমি আমার ক্ষেত্রে সমস্যাটি পেয়েছি।
আমি Android 15 ইউজার।
Redmi 12 ইউজ করি।
আশা করি বিষয়টি বিবেচনা করে দেখবেন ইংশা-আল্ল-হ।
আর দ্বিতীয়ত সম্প্রতি আপনারা দেখলাম, অ্যাপে তাসবীহ কাউন্টার অ্যাড করতে চাচ্ছেন।
পরামর্শ: আমার মনে হয়, ইউজারদের হাত ব্যাবহারে উৎসাহিত করা উচিত। এটিই সুন্নাহ। তাছাড়া এই অ্যাপটি বর্তমানে যে ফিচারে সাজানো আছে এটিই আদর্শ লাগে। তাসবীহ অপশন এড করলে বিষয়টা অন্যরকম হতে পারে।
তাসবীহ কাউন্টার এর জন্য আপনাদের Sadiq অ্যাপ এর পরামর্শ দিতে পারেন।
আল্ল-হই ভালো জানেন।
আল্ল-হ আপনাদের খিদমাহ কবুল করুক।
নিশ্চয়ই আল্ল-হই আমাদের জন্য যথেষ্ট।
بارك الله في حياتي
Log In