সর্বশেষ আপডেটে (v: 1.19) অনুবাদ এবং তাফসীরের বাংলা ফন্টজনিত সমস্যার সমাধান হয়েছে।
আলহামদুলিল্লাহ। পাশাপাশি হোমপেজের ফন্টগুলোও পরিবর্তিত হয়েছে। এটাও ভালোই হয়েছে।
তবে হোমপেজের ফন্ট সাইজ আগের তুলনায় একটু ছোট হয়ে গেছে। যার কারণে হাইলাইট কম মনে হচ্ছে এবং কিছুটা কম মানানসই লাগছে।
বিশেষ করে সূরার নামের অর্থগুলো। সূরার নাম এবং সূরার নামের অর্থের মধ্যে লাইন স্পেসও কিছুটা বেশি লাগছে।
প্ল্যানার মেনুতেও একই রকম অবস্থা। আশা করি বিষয়টি দেখবেন ইনশাআল্লাহ। [স্ক্রিনশটে বর্তমান এবং আগের উভয়টিই দিলাম]
বিঃদ্রঃ হোমপেজের জন্য আদর নৈর্ঋত/হিন্দ শিলিগুড়ি/অখন্ড ফন্ট ব্যবহৃত হলে বেশি ভালো লাগবে বলে মনে হচ্ছে। অথবা অন্য কোন প্রিমিয়াম/স্ট্যান্ডার্ড ফন্ট দেওয়া যেতে পারে।