টীকায় লিখে দেয়া যায় কি যে "এই আয়াতটি রহিত হয়ে গেছে
Z
Zakirul Juwel
মহান আল্লাহ আপনাদের অবদানকে কবুল করুন।
আমি আপনাদের তৈরি "Al Quran" App টা চালায়। আলহামদুলিল্লাহ।।
খুবই উপকৃত হই এই এপস টা থেকে।
এ-ই এপসটা তে একটা কাজ করলে কেমন হয়।
যেমনঃ ধরুন পবিত্র কুরআনের ২ঃ২৩৪ নং আয়াত টা রহিত হয়ে গেছে আর সেইটার পরিবর্তে ৩ঃ৬২ নং আয়াত নাযিল হয়েছে।
এখন আপনাদের এপস টার সেই ২ঃ২৩৪ এর অনুবাদের টীকায় লিখে দেয়া যায় কি যে "এই আয়াতটি রহিত হয়ে গেছে। আর এইটা রহিত হয়েছে ৩ঃ৬২ নং আয়াত"
তাতে করে কি হয় আমাদের মতো সাধারণ মানুষদের জন্য অনেক বড় উপকার হয়।
আপনাদের দেয়া টীকাটি এইরুপ হইতে পারে। যা আপনারা সূরা হাশরের নিম্নের আয়াতে দিয়েছেন।
Log In